Letter to Vamsidas Babaji at Dvadash Mandir
শ্রীশ্রীগৌরগদাধরাভ্যাং নমঃ পরম শ্রদ্ধেয় বংশীদাস বাবাজী মহারাজ, আপনার চরণে আমার কোটি দণ্ডবন্নতি গ্রহণ করিবেন। অনেক দিন পরে পত্রযোগ করিতেছি। শ্রীশচীনন্দন দাদা আর ভক্তমাএর অপ্রকটের কথা শুনিয়া খুব শোকান্বিত হইলাম। একটা চিঠিও দিয়াছিলাম। কোনও উত্তর না পাওয়ায় আমি বলিতে পারি না আপনারা পাইয়াছেন কি না। যাহাই হউক, আশা করি যে তাঁহাদের অনুপস্থিতিতেও আপনারা সবাই প্রভুর সেবায় ভালই আছেন। গত বার যখন আমি আর গদাধরপ্রাণজী প্রভুপাদের দর্শন করিতে মন্দিরে আসিয়াছিলাম, তখন আমরা নিশ্চয় অপরাধ করিয়া ফিরিয়াছিলাম। সময়ের অভাবে আমরা মন্দিরবাসীদের ঠিক ঠিক মর্য্যাদা করি নাই, যাহার জন্য আমি আপনার আর অন্য ভক্তদের সমক্ষে ক্ষমা প্রার্থনা করি। তাহা হইলেও, সে দিন আমরা যে কার্য্যর গুরুত্ব ভীষণভাবে অনুভব করিতেছিলাম, তাহা দিনে দিনে কেবল বাড়িতেছে। ইহা বড় দুঃখের বিষয় যে অদ্যাপিও আমাদের শ্রীগুরুদেবের বিস্তৃত কোনো জীবনী প্রকাশিত হয় নাই। নিশ্চয় আমরাই দোষী, কারণ সেদিন আমরা রাজসিক ভাব নিয়া আসিয়াছিলাম, যেন আমরা মনে করিতেছিলাম যে এত বড় একটা কার্য্য সঙ্গে সঙ্গে করা যাইতে পারে, ফলতঃ আমাদিগকে রিক্তহস্তে বিদায় দিয়া হতাশ হইয়া ঘরে ফিরিতে হইয়া...