Posts

Showing posts from September, 2012

Lalita Prasad Thakur's স্বীয় শ্রীসিদ্ধ-ভজন-প্রণালী

Image
শ্রীগোদ্রুমচন্দ্রায় নমঃ An abridged version of this document in Prabhu's handwriting. অকিঞ্চন ললিতাপ্রসাদঠাকুরের স্বীয় শ্রীসিদ্ধভজনপ্রণালী (রাগানুগা) স্ব বা স্বীয় সিদ্ধ পরিচয় ভকতিবিনোদ শিক্ষা ইহাই আমার দীক্ষা ইহাতেই নিজাভীষ্ট লই গুরু পদ হৃদে ধরি অনন্য শরণে বরি ভজন আনন্দে সদা হই ।1 জড় মায়া যাহা হয় চিদে নাহি মিশ খায় পঞ্চ ভূতে রক্তমাংসাতেই অতি হেয় তত্ত্ব হয় জন্ম মৃত্যু জানি তায় অবিনশী আত্মদেহ লই ।2 আত্মার সন্ধান লই জড়দেহ ভুলে যাই আত্ম দেহ মানসেই বরি আত্মভাব কৃষ্ণোন্মুখী তাহে হই চিরসুখী গোপীদেহ মনে বনে ধরি ।3 আমার স্বরূপ যাহা আত্মাবস্থা হয় তাহা জীবাত্মাই নিত্য কৃষ্ণদাস অনিত্য অসত্য ত্যজি নিত্য ও সত্যেতে মজি চিদ্ভাব করি সুপ্রকাশ ।4 আমার চেতন যাহা আচ্ছাদিত হয় তাহা চেতন উন্মুক্ত আমি করি চেতনেই চিদ্ পাই সত্য ধরি সদে রই তাহাতে আনন্দ লাভ ধরি ।5 সত্য সৎ চিৎ ধরি তাহাতে আশ্রয় করি আত্মার আনন্দ লাভ করা জীবাত্মার কার্য্